অভিমানী বৃষ্টি
- জাহিদ হাসান রনি - বৃষ্টি ১৮-০৫-২০২৪

অপেক্ষার প্রহর দীর্ঘায়িত করে ঘুমহীন রয়েছি বহুদিন বহুক্ষন জানি না কেন বৃষ্টির দেখা নেই আগে তো কখনো হয়নি এমন।। সারি সারি মেঘ ঠিকই জমেছে দমকা বাতাস'ও ঠিকই বহমান কেন তবে ঝরেনি টিপটিপ বৃষ্টি এ কি রাগ ছিল নাকি অভিমান।। একটু খুনসুটি সে তো সাময়িক তাই বলে কি এতোটা অভিমান নেমে এসো তুমি সুবিল কিনারে শীতল করে দাও দেহ-মন-প্রান।। জানি বড্ড বেশী অভিমানী তুমি রেগে গেলে হয়ে যাও বেসামাল খানিক পরেই আবার অন্য তুমি বিছিয়ে দাও তোমার মায়াজাল।। ঝড়ো তুমি আবার মাতাল বেগে ছিন্নভিন্ন কর ক্ষনিকের অভিমান নিথর আমি যেন প্রান ফিরে পাই ছরিয়ে দাও টিপটিপ ছন্দের গান।। কালো মেঘরাশির গহীন কোঠরে লুকিয়ে রেখো না রাগ -অভিমান অনুযোগের পালা সাঙ্গ কর তুমি নতুন বেশে আবার হও দৃশ্যমান।। ০৮/০৫/১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।